ঢাকা, বুধবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া আসামি ১৫ ঘণ্টা পর গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া আসামি ১৫ ঘণ্টা পর গ্রেপ্তার

শেরপুর: শেরপুরে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া রিমান্ডের আসামি রাজু আহমেদকে (২৫) ১৫ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. খোরশেদ আলম।

এদিকে আদালতের হাজতখানা থেকে আসামি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে ৩ পুলিশ সদস্যকে গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তারা হলেন- এসআই আব্দুল বারি, এএসআই রেজাউল করিম ও কনস্টেবল মো. আওয়াল।

পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম তিন পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে পুলিশ লাইনে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলা জজ আদালত ভবনের নিচতলায় থাকা কোর্ট হাজতখানা থেকে জাল টাকার মামলায় দুইদিন করে রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামি কৌশলে পালিয়ে যায়।  

দায়িত্বরত পুলিশ সদস্যরা জনতার সহায়তায় তাৎক্ষণিক আসামি শাহিন মিয়া নামে একজনকে আটক করতে পারলেও রাজু আহমেদ পালিয়ে আত্মগোপনে চলে যায়। অবশেষে মঙ্গলবার সকালে ডিবির অভিযানে তাকেও গ্রেপ্তার করা হয়।

নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামের মানিক মিয়ার ছেলে রাজু আহমেদ ও তার দুই সহযোগীসহ গত ১৭ সেপ্টেম্বর ঝিনাইগাতী উপজেলার ফুলহারি ও বাকাকুড়া এলাকায় জাল টাকা কেনাকাটা করার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে। বিশেষ ক্ষমতা আইনের মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রিমান্ড শুনানি জন্য আদালতে আনা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয়।

আদালত পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, রিমান্ড শুনানির পর তিনজনকেই হাজতখানায় নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পর এক বয়স্ক আসামি আনোয়ার হোসেন বাবু অসুস্থতার কথা জানালে হাজতখানার দরজার তালা খুলে তার সঙ্গে হাজত ইনচার্জ এসআই আব্দুল বারী কথা বলতে গেলে ওই সুযোগে রাজু আহমেদ ও শাহিন নামে দু’জন হাজতখানা থেকে দৌড়ে পালায়। জনতার সহায়তায় পুলিশ সদস্যরা তাৎক্ষণিক শাহিনকে আটক করতে পারলেও রাজু আহমেদ পালিয়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।