ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিসির গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর, মা হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
ডিসির গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর, মা হাসপাতালে

কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর দক্ষিণ মিঠাছড়ি কাইম্মারঘোনা এলাকায় জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় দুই বছরের এক শিশু নিহত এবং শিশুটির মা গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

 বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিন।

নিহত শিশু মোহাম্মদ তানজিম (২) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদের পাড়ার মোহাম্মদ শাহীনের ছেলে। এ দুর্ঘটনায় শিশুটির মা রুবিনা আক্তারের (৩২) অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক জানান, সকালে তিনি প্রশাসনিক কাজে উখিয়া যাচ্ছিলেন। এ সময় তাকে বহনকারী গাড়িটি রামু উপজেলার কাইম্ম্যারঘোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে পথচারী মা ও সন্তানের গায়ের ওপর ছিটকে পড়ে।  

তিনি বলেন, এ ঘটনায় মা ও শিশুটি আহত হয়। পরে আমি নিজেই স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসি। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

‘দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আমাদের গাড়ির ডান পাশে ছিল। কিন্তু এটি হঠাৎ বামে চলে আসে আমাদের গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে অপ্রীতিকর’ এ ঘটনা ঘটে বলেন জেলা প্রশাসক।

হতাহতের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হবে বলে জানান ডিসি সালাহউদ্দিন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান জানান, দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়। তার মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শিশুর মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬,২০২৪
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।