ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হত্যা মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান মোহাম্মদপুরে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
হত্যা মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান মোহাম্মদপুরে গ্রেপ্তার

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নোয়াখালীর সোনাইমুড়ীর মো. আসিফ (২৪) হত্যা মামলার অন্যতম আসামি ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সাজুকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে র‍্যাব-২ ও র‍্যাব-১১ তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৫ আগস্ট কোমলমতি শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি করে নোয়াখালীর সোনাইমুড়ীর আসিফকে গুলি করে হত্যা করে দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। ওই মামলায় জড়িত আসামিদের গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ ও র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সাজুকে গ্রেপ্তার করে।

এএসপি শিহাব আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।


বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।