ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিপিসির সচিব হলেন শাহিনা সুলতানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
বিপিসির সচিব হলেন শাহিনা সুলতানা

ঢাকা: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিবের দায়িত্ব পেলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহিনা সুলতানা।

মঙ্গলবার (১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ উপ-সচিবের চাকরি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করে।

একই আদেশে টাঙ্গাইলের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপ-সচিব) শাহীন আক্তার সুমিকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ব্যবস্থাপক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি উপ-সচিব (ক্যাডার বহির্ভূত) হাছিনা বেগমকে সরকারি কর্ম কমিশনের পরিচালক হিসেবে পদায়ন করেছে।

বাংলাদেশ সময়: ০৭১৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।