ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ধানক্ষেতে পড়েছিল প্রবাস ফেরত যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
চাঁদপুরে ধানক্ষেতে পড়েছিল প্রবাস ফেরত যুবকের মরদেহ মোহন হোসেন

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে ধান ক্ষেত থেকে মোহন হোসেন (২৪) নামে প্রবাস ফেরত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের মেম্বারবাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত মোহন মেম্বার বাড়ির ফয়েজ আহমেদের ছেলে। গত আটদিন আগে তিনি সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসেন।

স্বজনরা জানান, গতকাল বুধবার বৃষ্টির মধ্যে দুপুরে জাল নিয়ে মাছ ধরতে বের হন তিনি। দুপুর পর্যন্ত মাছ ধরা শেষ করে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে একটি ধান ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্থানীয়রা।

নিহতের চাচাতো ভাই আহসান হাবিব পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে মোহনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পানিতে ডুবে মোহনের মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা। তবে তাদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।