ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ১৯৫ কেজি ইলিশ জব্দ, মাছ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
চাঁদপুরে ১৯৫ কেজি ইলিশ জব্দ, মাছ ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরে হাজীগঞ্জ বাজারে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ইলিশ বিক্রির সময় তিন মাছ বিক্রেতাকে তিন হাজার টাকা করে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় তাদের হেফাজতে থাকা ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

রোববার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে হাজীগঞ্জ বাজারস্থ বালুর মাঠ পরিদর্শনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

এসময় তার সঙ্গে ছিলেন হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও কেনা-বেচায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রথম দিনেই ইলিশ মাছ বিক্রয়ের সময় হাজীগঞ্জ বাজারের তিনজন ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দ ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এদিকে একই দিন বিকেলে ফরিদগঞ্জ উপজেলা সদরে ইলিশ বিক্রির অপরাধে তিনজনকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।