ঢাকা, বৃহস্পতিবার, ৮ কার্তিক ১৪৩১, ২৪ অক্টোবর ২০২৪, ২০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক মুরসালিন নোমানীর মায়ের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
সাংবাদিক মুরসালিন নোমানীর মায়ের মৃত্যু

ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানীর মা তহুরা বেগম তৃপ্তি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বুধবার (২২ অক্টোবর) দিনগত রাত ২টায় তার বড় ছেলের মালিবাগের চৌধুরী পাড়ার বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি, উচ্চ ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গত মার্চ থেকে তিনি কিডনি রোগে ভুগছিলেন। এ সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। তিনি রত্নগর্ভা মা ছিলেন।

বিশিষ্ট শিক্ষানুরাগী তহুরা বেগম তৃপ্তি যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের নির্বাচিত সদস্য (সংরক্ষিত মহিলা) হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন।

চৌগাছার গরীবপুর গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।