ঢাকা, বৃহস্পতিবার, ৮ কার্তিক ১৪৩১, ২৪ অক্টোবর ২০২৪, ২০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ডাকাতির সাতদিন পর ৪ ডাকাত গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
ডাকাতির সাতদিন পর ৪ ডাকাত গ্রেপ্তার

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ডাকাতির সাতদিন পর ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার কাশিমপুর বাজার এলাকা থেকে ডাকাতদের গ্রেপ্তার করে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—কুমিল্লা জেলার হোমনা থানার শ্রীমদ্দি গ্রামের আব্দুল হামিদের ছেলে ও ডাকাত দলের সরদার মো. রফিক (৪০), শরীয়তপুর জেলার পালং থানার চরসন্ধি গ্রামের মৃত জব্বার তালুকদারের ছেলে ওহাব তালুকদার (৩৯), ঢাকার মিরাজনগরের কদমতলি এলাকার আবুল কাশেমের ছেলে স্বপন মিয়া (৪০) ও মো. শামছুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০)।

এ সময় শাহীনুর কবির বলেন, গত ১৬ অক্টোবর রাতে আশুলিয়ার নয়াপাড়া এলাকায় সার্জেন্ট (অব.) মো. জহিরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৮/১০ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে বাড়ির নারী সদস্যদের জিম্মি করে নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা ও ৩২ ভরি স্বর্ণালংকার লুট করে।

ভুক্তভোগী মো. জহিরুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানার মামলা দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। এক পর্যায়ে ডাকাতের সরদারসহ ৪ জনকে গ্রেপ্তার করে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক অলক কুমার দে বাংলানিউজকে বলেন, তদন্তের এক পর্যায়ে ডাকাত সরদার মো. রফিকের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে জামাই স্বপন, ওহাব ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের কাশিমপুর বাজার থেকে ডাকাত দলের সরদার রফিককে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যমতে আশুলিয়ার ঘোষবাগ পশ্চিমপাড়া এলাকার ডাকাত রফিকের বাড়িতে অভিযান পরিচালনা করে লুণ্ঠিত স্বর্ণালংকার ১টি নাক ফুল, জুয়েলারির ৪ জোড়া চূড়, ১ জোড়া চুড়ি, ১ জোড়া কানের দুল, ১টি চেইন, ১টি পাছেন, ৭টি আংটি, ১টি ব্রেসলেট ও ১টি গলার বল চেইনসহ নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, ভুক্তভোগীর দায়ের করা মামলায় গ্রেপ্তার চার ডাকাতকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।