ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুকুরকে বাঁচাতে ব্রেক চাপতেই উল্টে গেল সিএনজি, নারী যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
কুকুরকে বাঁচাতে ব্রেক চাপতেই উল্টে গেল সিএনজি, নারী যাত্রী নিহত

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সিএনজিচালিত অটোরিকশা উল্টে ময়ুরী বেগম (৭৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি চালক।

রোববার (২৭ অক্টোবর) সকালে ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ময়ুরী বেগম ঘোড়াশাল রেলস্টেশনের বস্তি এলাকার গোলাম মোস্তফা মিয়ার স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকালে ঘোড়াশাল ঘোড়া চত্বর থেকে একটি সিএনজি ৫ জন নারী যাত্রী নিয়ে পাঁচদোনার দিকে যাচ্ছিল। পরে সামনের বাইপাস সড়কে পৌঁছলে একটি কুকুর দৌঁড়ে এ সড়ক পার হচ্ছিল। এ সময় সিএনজি চালক কুকুরটিকে বাঁচাতে হার্ড ব্রেক করে নিয়ন্ত্রণ হারায়। এতে কুকুরটি বেঁচে গেলেও সিএনজি উল্টে গিয়ে এর নিচে চাপা পড়ে ময়ূরী বেগম নামে এক যাত্রী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত হয় সিএনজি চালক। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আহত সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি।

পলাশ থানার এসআই কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ময়ুরী বেগমের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।