ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

৩ ইউপিডিএফ কর্মীর মরদেহ উদ্ধার, বৃহস্পতিবার সড়ক অবরোধের ডাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
৩ ইউপিডিএফ কর্মীর মরদেহ উদ্ধার, বৃহস্পতিবার সড়ক অবরোধের ডাক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত তিন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে এ হত্যার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ঘোষণা করেছে ইউপিডিএফ।



বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে পানছড়ি থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ইউপিডিএফর জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য প্রতিপক্ষ মুখোশধারী সন্ত্রাসীদের দায়ী করে বলেছেন ১৩/১৪ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় ঢুকে ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা নিহত হন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।

 বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।