ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গেন্ডারিয়ায় অটোচালক জিন্নাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
গেন্ডারিয়ায় অটোচালক জিন্নাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ কালা

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক জিন্নাহ হত্যার ঘটনায় জড়িত ফজলে রাব্বি ওরফে কালা (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ নভেম্বর) দিনগত রাত ৩টায় গেন্ডারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কালা অটোচালক জিন্নাহ হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকার করেছেন।

গেন্ডারিয়া থানার বরাত দিয়ে তিনি বলেন, ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টায় গেন্ডারিয়ার জুরাইন এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে ভাড়ার উদ্দেশে বের হন জিন্নাহ। পোস্তগোলা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুই যাত্রী নিয়ে রাত আনুমানিক ৩টায় গেন্ডারিয়ার আঞ্জুমান কবরস্থানের সামনে পৌঁছান তিনি।  ওই দুই যাত্রী পেছন থেকে জিন্নাহকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করে। এ সময় জিন্নাহর চিৎকারে লোকজন এগিয়ে এলে ওই যাত্রীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন জিন্নাহকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর গেন্ডারিয়া থানায় হত্যা মামলা করেন ভুক্তভোগীর ছেলে মো. ইউসুফ হোসেন। এর পরিপ্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় কালাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কালাকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।