ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেকে সাবেক প্রতিমন্ত্রী পলক, গামছায় ঢাকলেন মুখ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
ঢামেকে সাবেক প্রতিমন্ত্রী পলক, গামছায় ঢাকলেন মুখ

ঢাকা: যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় রিমান্ডে থাকা সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে যাত্রাবাড়ী থানা পুলিশ।

এ সময় পলক নিজেই একটি গামছা দিয়ে মুখ ঢেকে রাখেন। মুখ ঢাকা অবস্থায় তিনি হাসপাতালের জরুরি বিভাগ দিয়ে পুলিশ পাহারায় হেটে যান নতুন ভবনে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থানার একটি মামলায় সাত দিনের রিমান্ডে ছিলেন জুনাইদ আহমেদ পলক। আজকেই রিমান্ডের প্রথম দিন ছিল। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে হাসপাতালের হৃদরোগ বিভাগে তিনি চিকিৎসাধীন আছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, সাবেক প্রতিমন্ত্রী পলক হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন আছেন। তবে এখনো চিকিৎসকরা তাকে ভর্তি নেননি।

তবে শনিবার দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের একটি সূত্র জানায়, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪/আপডেট: ০০১৭ ঘণ্টা
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।