ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আসিফ নজরুলকে হেনস্তা জাতীয় মর্যাদার প্রতি অবজ্ঞা: সাদা দল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
আসিফ নজরুলকে হেনস্তা জাতীয় মর্যাদার প্রতি অবজ্ঞা: সাদা দল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল।  

তার সঙ্গে আওয়ামীলীগ নেতাকর্মীদের আচরণ শুধু শিষ্টাচারবিরোধী নয়, বরং এটি বাংলাদেশের জাতীয় মর্যাদার প্রতি অবজ্ঞা বলে জানিয়েছে সংগঠনটি।

 

শনিবার (৯ নভেম্বর) সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিদ্দিকুর রহমান খান ও ড. আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের একজন উপদেষ্টার সঙ্গে বিদেশে এমন আচরণ শুধু শিষ্টাচারবিরোধী নয়, বরং এটি আমাদের জাতীয় মর্যাদার প্রতি অবজ্ঞা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও চরম অবমাননার শামিল। আমরা এ ঘৃণ্য ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে, ছাত্র-জনতার প্রবল গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরা দেশ ও দেশের বাইরে থেকে বর্তমান সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রমূলক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিদেশে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট ও গণহত্যাকারী শেখ হাসিনা প্রতিনিয়ত তার দলীয় নেতা-কর্মী এবং সন্ত্রাসীদের সরকার ও দেশের বিরুদ্ধে নানাভাবে উস্কানি দিচ্ছে। এর ফলে জেনেভা এয়ারপোর্টে দুর্বৃত্তরা অধ্যাপক ড. আসিফ নজরুলকে হেনস্থার দুঃসাহস দেখিয়েছে বলে আমরা মনে করি। আমরা এ অবস্থার পুনরাবৃত্তি দেখতে চাই না। তাই বাংলাদেশের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের সকল ষড়যন্ত্র প্রতিহত করা, জাতীয় মর্যাদা সমুন্নত রাখা এবং এ ধরনের অপকর্মের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকলকে সজাগ থেকে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান রাখছি।

একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এফএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।