ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মহাসড়ক অবরোধ, প্রধান শিক্ষক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মহাসড়ক অবরোধ, প্রধান শিক্ষক আটক

নাটোর: নাটোরের হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহেদ মৃধার বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ এনে অপসারণ ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

 

এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক্ষককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার ( ১৩ নভেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার শিক্ষার্থীরা হয়বতপুর বাজারে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।  

পরে খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে এলে তাদের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতন করে প্রধান শিক্ষক ওয়াহেদ মৃধা। সকালে ওই শিক্ষার্থীর মা স্কুলে গিয়ে অভিযোগ করলে ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। পরিস্থিতির অবনতি হলে স্থানীয়রা প্রধান শিক্ষককে পাশের একটি বাসায় নিয়ে গেলে শিক্ষার্থী ও অভিভাবকরা ওই বাসা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে দুপুরের দিকে শিক্ষার্থীসহ অভিভাবকরা হয়বতপুর বাজারে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে যানজটের সৃষ্টি হয়।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে প্রধান শিক্ষক ওয়াহেদ মৃধাকে আটক করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ অবস্থায় প্রধান শিক্ষককে থানায় নিয়ে আসা হয়েছে। দুই শিক্ষার্থীর বাবা ও মা পৃথক ভাবে প্রধান শিক্ষক ওয়াহেদ মৃধার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।