রাঙামাটি: রূপ, বৈচিত্র্যে ভরপুর রাঙামাটি। এখানকার পর্যটন খাতের উন্নয়ন ঘটাতে পারলে এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন বেগবান হবে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. মোশারফ হোসেন খান।
সোমবার (১৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, এখানে (রাঙামাটি) বিশাল হ্রদ রয়েছে। মিঠা পানির এ হ্রদ দেশের এবং এ অঞ্চলের মানুষের বড় সম্পদ। হ্রদকে ঘিরে আমাদের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। হ্রদকেন্দ্রিক পর্যটন খাতের ব্যাপক প্রসার ঘটাতে হবে।
জেলা প্রশাসক এসময় মাদক, সন্ত্রাস, আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।
সভায় পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়দা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
আরএ