ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ইসকন নিষিদ্ধ-আইনজীবী হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
ইসকন নিষিদ্ধ-আইনজীবী হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। হিন্দুদের সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিও জানান তারা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টায় আদালত চত্বরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। পরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশও করেন।

বিক্ষোভকারীরা বলেন, ইসকনের হামলায় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। তাদের এই হত্যাকাণ্ড মনে করিয়ে দেয় ইসকন একটি জঙ্গি সংগঠন। আর এই হামলার পেছনে শেখ হাসিনার মদদ রয়েছে। এদেরকে নিষিদ্ধ করার দাবি তোলেন তারা।

এর আগে দুপুর ১২টায় ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা আইনজীবী সাইফুল ইসলামের হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বিক্ষোভ করে।

গতকাল মঙ্গলবার রাত ও আজ বুধবার সকালে কয়েক দফায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।