ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হিজড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
হিজড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে

খুলনা: সমাজে এখনো হিজড়া সম্প্রদায়ের মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়নি। বাসস্থান, কর্মসংস্থানসহ নানা ক্ষেত্রে হিজড়া সম্প্রদায় পিছিয়ে রয়েছে।

পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে মূল স্রোতে নিয়ে আসার জন্য সরকারের পাশাপাশি সবাইকে কাজ করতে হবে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে মহানগরীর সিএসএস আভা সেন্টারে হিজড়া জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তিকরণ বিষয়ক খুলনা বিভাগীয় পর্যায়ে অ্যাডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন।

এ সময় তারা আরও বলেন, আমরা চাই আপনাদের যেসব প্রতিবন্ধকতা ও সমস্যা রয়েছে তা দূর করে আপনাদের সামর্থ্যানুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যাবেন। যার যার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হলে পিছিয়ে পড়া এ জনগোষ্ঠী এগিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত খুলনা জেলা প্রশাসক (এল.এ) তাসলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন ও খুলনা সিভিল সার্জনের দপ্তরের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে প্রান্তজ ফাইন্ডেশনের সহযোগিতায় ইউএসএআই ডি র অর্থায়নে সমতা প্রকল্পের অধীনে সভাটি অনুষ্ঠিত হয়। সমতা প্রকল্পে টিম লিডার এ কে এম মাহবুবুল ইসলামের পরিচালনায় সভা সঞ্চালনা করেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির জনসংযোগ কর্মকর্তা জান্নাতে নাঈম ও প্রান্তজ ফাউন্ডেশনের সিবিও কো-অর্ডিনেটর মো. জাহিদুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস.এম বদিউজ্জামান, জেলা সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, জেলা তথ্য অফিসের কর্মকর্তা , এনজিও কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক সহ হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

সভায় অতিথিদের কাছে হিজড়াদের বঞ্চনার গল্পগুলো তুলে ধরেন বেশ কয়েকজন ভুক্তভোগী হিজরা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা,নভেম্বর ২৭,২০২৪
এমআরএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।