ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ঢাকা: রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬৫ বছর।

 

রোববার (১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) দিনগত রাতে ঢাকা রেলওয়ে থানা পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।  

মরদেহের সুরতহাল প্রতিবেদনে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদা খানম সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাখালী রেলগেট ও সৈনিক ক্লাবের মাঝামাঝি এলাকার রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিল পেস্ট কালারের পাঞ্জাবি, হলুদ সোয়েটার ও আকাশি-নীল রঙের চেক লুঙ্গি। তার নাম-পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট আঙুলের ছাপ সংগ্রহ করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ আপাতত মর্গের মর্চুয়্যারীতে রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।