ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে অবৈধভাবে বালু উত্তোলনের বন্ধে টাস্কফোর্সের অভিযান,৩৭টি মেশিন জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
ফেনীতে অবৈধভাবে বালু উত্তোলনের বন্ধে টাস্কফোর্সের অভিযান,৩৭টি মেশিন জব্দ 

ফেনী: ফেনীতে অবৈধভাবে বালু উত্তোলনের বন্ধে অভিযান চালিয়েছে ৩৭টি মেশিন জব্দ করেছে টাস্কফোর্স।

রোববার (০১ ডিসেম্বর) দিনভর জেলার ছাগলনাইয়া উপজেলাধীন ফেনী নদীর সোনাপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনীস্থ ৪ বিজিবির অধীনস্থ অলিনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০০/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি অসাধু চক্র।

এর বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুভল চাকমা ও এসিল্যান্ড শিবুদাশ, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর নেতৃত্বে ২০ জন বিজিবি সদস্য, ছাগলনাইয়া থানার এসআই নাজমুল সহ পুলিশের একটি টহল দল অংশগ্রহণ করেন।

এছাড়াও সেনাবাহিনীর একটি দল এসময়  দারোগারহাট নামক স্থানে রিজার্ভ হিসেবে অবস্থান করছিল। উক্ত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের ৩৭টি মেশিন এবং আনুসাঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। উল্লেখিত মেশিনগুলোর মধ্যে ৩৩টি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসারের হেফাজতে রয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ২৯লক্ষ ৭০হাজার টাকা এবং ০৪টি মেশিন ও আনুসাঙ্গিক সমঞ্জামাদি টাস্কফোর্স দল কর্তৃক ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।

ফেনীস্থ -৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত অভিযানে বাঁধা প্রদান করার অভিযোগে জোরারগঞ্জ এলাকার করের হাটের মোঃছুট্ট মিয়ার ছেলে  মোঃ শাহাদাত হোসেনকে (৩৫) আটক সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।  

 সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ সহ সীমান্তবর্তী নদী হতে বালু উত্তোলনের ফলে সংশ্লিষ্ট এলাকা সমূহ ক্ষয়ক্ষতি রোধকল্পে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।  


বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এসএইচডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।