ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে সহকারী হাইকমিশনে ভাঙচুর, খুলনায় বিক্ষোভ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
ভারতে সহকারী হাইকমিশনে ভাঙচুর,  খুলনায় বিক্ষোভ 

খুলনা: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসে প্রবেশ করে হামলা-ভাঙচুরের ঘটনায় খুলনায় বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় নগরীর শামসুর রহমান রোডে এ বিক্ষোভ মিছিল হয়।

এ সময় ইসকন ও ভারতবিরোধী স্লোগানে গর্জে ওঠে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে তারা স্বৈরাচার হাসিনাসহ আওয়ামী লীগ ও তার সব অঙ্গ সংগঠনের বিচার দাবি করেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা চালিয়েছে। তার প্রতিবাদে আমরা এখানে একত্র হয়েছি। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেব। স্বৈরাচারের দালালরা আর কিছু করতে পারবে না। আগামী ১৩ তারিখে কোনো কর্মসূচি খুলনায় পালন করতে দেব না। বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠন জায়গা পাবে না।

সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জহুরুল ইসলাম তানভীর, সাজ্জাদুল ইসলাম বাপ্পি,  মিনহাজুল ইসলাম সম্পদ, রাফসান, মহররম হাসান মাহিম, তারেক, শাহারিয়ার ইসলাম, নাজমুল হোসেন ইমরান, সাকিব রেজা, মিরাজুল ইসলাম ইমন, মোস্তাকিম ইসলাম, সুমাইয়া বান্না ও আফসা।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।