ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রেনের ধাক্কায় বিচ্ছিন্ন যুবকের পা, হাসপাতালে নিয়ে গেল ৩ পথশিশু

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
ট্রেনের ধাক্কায় বিচ্ছিন্ন যুবকের পা, হাসপাতালে নিয়ে গেল ৩ পথশিশু

ঢাকা: রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেন ধাক্কায় শরীরের বিভিন্ন জায়গার আঘাতের পাশাপাশি বিচ্ছিন্ন হলো যুবকের এক পা। বিচ্ছিন্ন হওয়া পা একটি পলিথিনে ব্যাগে ভরে তিন পথশিশু তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তেজগাঁও রেলস্টেশন এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী একটি ট্রেনে ধাক্কায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিন পথশিশু আলামিন, জুনায়েদ, ও ইয়াসিন সে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

উদ্ধারকারী শিশুরা জানান, আহত ব্যক্তির নাম জিসান। তিনি তেজগাঁও রেলস্টেশন এলাকায় থাকে পাশাপাশি ভাঙ্গারির ব্যবসা করেন। তিনি ঘুমের ট্যাবলেট খাওয়া ছিলেন। ঘুম ঘুম অবস্থায় তিনি রেললাইন পার হওয়ার সময় কমলাপুর রেলস্টেশনগামী একটি ট্রেনের ধাক্কায় তার একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটি পায়ের অবস্থাও তেমন ভালো না। সেটিও পুরোপুরি থেতলে গেছে। এছাড়া মুখমণ্ডল ও মাথায় আঘাত আছে। ট্রেনের ধাক্কায় পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া পা একটি পলিথিন ব্যাগে নিয়ে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ট্রেনের ধাক্কায় জিসান নামে এক যুবকের অবস্থা আশঙ্কজনক। এ ঘটনায় তার একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।