নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা কারাগারে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি আব্দুল আউয়াল (৬২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্দুল আউয়াল সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে এবং পরে সেখান থেকে থেকে ঢাকায় রেফার্ড করলে ঢাকা জেলা কারাগারের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।
রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় আব্দুল আউয়ালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আব্দুল আউয়ালের ছেলে জামান বলেন, আমার বাবার বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা দেওয়া হয়। তিনি বয়স্ক মানুষ। সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট মালিক সমিতির সভাপতি ছিলেন। তাকে ২ সেপ্টেম্বর গ্রেপ্তার করে পুলিশ। গতকাল হাইকোর্ট থেকে দুটি মামলায় তার জামিন হয়েছিল।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এমআরপি/এমজেএফ