ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে দর্শনার্থীতে মুখরিত ছিল চিড়িয়াখানা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
বিজয় দিবসে দর্শনার্থীতে মুখরিত ছিল চিড়িয়াখানা 

ঢাকা: মহান বিজয় দিবসে রাজধানীর বিভিন্ন প্রান্ত ও আশপাশ থেকে পরিবার-পরিজন নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন বেশির ভাগ মানুষ। ১৬ ডিসেম্বর সরকারি ছুটির হওয়ায় মঙ্গলবার দর্শনার্থীতে মুখরিত ছিল মিরপুর চিড়িয়াখানা।

 

সকালে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। মা-বাবার সঙ্গে ঘুরতে এসেছে শিশুরা। ছুটির দিন হলেও স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের সংখ্যাও কম ছিল না।  

এদিকে বিজয় দিবস উপলক্ষে ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্য প্রবেশের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার প্রায় লাখ খানেক বিভিন্ন বয়সী দর্শনার্থীর সমাগম হয়েছে এ বিনোদনকেন্দ্র।

মিরপুরের শেওড়াপাড়া থেকে ব্যাংক কর্মকর্তা আবুল কাশেম পরিবার নিয়ে ঘুরতে এসেছেন চিড়িয়াখানায়। তিনি বাংলানিউজকে বলেন, আমি মিরপুরের শেওড়াপাড়া থেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছি। আজ সরকারি ছুটির দিন হওয়াতে আমার মতো অনেকেই এসেছেন, এজন্য ভিড়টা অনেকটা বেশি।

তিনি আরও বলেন, ঢাকা শহরে এ রকম খোলামেলা পরিবেশ সচরাচর পাওয়া যায় না, তাই ঘুরতে ভালোই লাগতেছে। অনেক পশুপাখি, বাঘ, সিংহ, কুমির, বিভিন্ন প্রজাতির পাখি, ভল্লুক ও সাপ দেখলাম। এক কথায় খুবই আনন্দ উপভোগ করলাম। তবে ভেতরের পরিবেশটা আরেকটু পরিষ্কার দরকার। যেখানে সেখানে প্লাস্টিকের বোতল, ময়লা-আবর্জনা দেখা গেল, এটা একটু বিরক্তিকর বলে উল্লেখ করেন তিনি।

এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে কাজ করছি। তবে দর্শনার্থীরা এ ব্যাপারে সচেতন হলে পরিবেশ আরও উন্নত হবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।