ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত ফাইল ফটো

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ভবঘুরে মানসিক রোগীর মৃত্যু হয়েছে।  

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট বুড়িমারী রেলরুটের উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করত মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তি। সোমবার সন্ধ্যায় মদনপুর এলাকায় রেল লাইনে ঘোরাফেরা করছিলেন তিনি। এ সময় লালমনিরহাট থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রেনে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।  

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।