ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশি আটক

খাগড়াছড়ি: অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা।

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রামগড় ব্যাটালিয়নের আওতাধীন নলুয়াটিলা বিওপির বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিজিবি বিষয়টি নিশ্চিত করে। আটকরা হলেন—গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), তাদের সন্তান কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার সন্তান শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্ণব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির ঊর্ধ্ব দে (৪)। আটক সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও মহেশখালীর বাসিন্দা।

মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়নের নলুয়াটিলা বিওপির নায়েব সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় সনাতনধর্মী ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটকদের নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন,  সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোনো ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।