ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

কোস্টগার্ডের সঙ্গে মাদককারবারিদের গোলাগুলি, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
কোস্টগার্ডের সঙ্গে মাদককারবারিদের গোলাগুলি, নিহত ১ নাফ নদী থেকে আটক মাদককারবারিরা কোস্টগার্ড হেফাজতে।

কক্সবাজার: কক্সবাজারের নাফ নদীতে মাদককারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

উদ্ধার করা হয়েছে মাদক ও অস্ত্র। এছাড়া এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) ভোরে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফ নদীর গোলার চরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

তিনি বলেন, একটি ইঞ্জিনচালিত নৌকা মিয়ানমার থেকে নাফ নদীর গোলারচরে প্রবেশকালে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেন। কিন্তু নৌকাটি ইঞ্জিনের গতি বাড়িয়ে দ্রুত বঙ্গোপসাগরের দিকে চলে যেতে থাকে। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা নৌকাকে তাড়া করে। এ সময় নৌকা থেকে কোস্টগার্ডের সদস্যকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে কোস্টগার্ডও গুলি ছোড়ে। পরে নৌকাটিকে আটক করা সম্ভব হয়। এ সময় ১৬ জনকে আটক করে তিনটি অস্ত্র ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ১৬ জনের মধ্যে গুলিবিদ্ধ একজন মারা গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, ভোর ৪টার দিকে কোস্টগার্ডের এক কর্মকর্তা আনুমানিক ৩৫ বছর বয়সের এক ব্যক্তির মরদেহ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেও ওই ব্যক্তি মারা গেছেন। পরে সকালে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ হাসপাতাল থেকে অজ্ঞাতনামা এক মাদককারবারির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জব্দকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, গুলি ও আটক আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।