ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় দুই পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় দুই পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু

সাভার: সাভারে সেপটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নাগরকোন্ডা এলাকার দাসপাড়া মহল্লায় মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর তাদের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস সূত্র বাংলানিউজকে জানায়, মোহাম্মদ আলীর বাড়ির একটি সেপটি ট্যাংক পরিষ্কারের জন্য চুক্তিবদ্ধ হয় দুই পরিচ্ছন্ন কর্মী। সেপটিক ট্যাংকে নামার সঙ্গে সঙ্গে সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন এক পরিচ্ছন্ন কর্মী। পরে তাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নামলে অপর পরিচ্ছন্ন কর্মীও অজ্ঞান হয়ে পড়েন।

সংবাদ পেয়ে প্রথমে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিচ্ছন্ন কর্মীদের উদ্ধারে তৎপরতা শুরু করে। তবে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংক থেকে দুই পরিচ্ছন্ন কর্মীর মৃতদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তিদের তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আনোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।