ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় যুবক আটক

কুড়িগ্রাম: বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা এলাকা থেকে তাকে আটক করা হয়।


 
আটক যুবক আলতাফ হোসেন ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দুকাভুলা কুটি গ্রামের জাবেদ আলীর ছেলে।
 
বিজিবি জানায়, দুপুরে কুটিচন্দ্রখানা সীমান্তের ৯৪১ নম্বর আর্ন্তজাতিক মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৩৫০ রুপিসহ আলতাফকে গংগারহাট বিজিবির সদস্যরা আটক করে।
 
এদিকে, ওই সীমান্তে দুপুর ১২টার দিকে ছয় বোতল ফেনসিডিলসহ জাহেদুল হক (২০) নামে অপর এক যুবককে আটক করে বিজিবি।
 
আটক জাহেদুল পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার গাগলা বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে।
 
কুড়িগ্রাম ৪৫ বিজিবির গংগারহাট ক্যাম্পের হাবিলদার ফিরোজ এসব বিষয় নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।