ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চম অধিবেশন বসছে সোমবার বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
পঞ্চম অধিবেশন বসছে সোমবার বিকেলে

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের মধ্যেই সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বসছে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন।
শনিবার (১৭ জানুয়ারি) সংসদ সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে।



নতুন বছরের প্রথম ও দশম সংসদের পঞ্চম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সোমবার বিকেল ৪টায় রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে এ অধিবেশন।

এদিন অধিবেশন শুরুর আগে বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নির্ধারিত হবে অধিবেশনের মেয়াদ ও প্রতিদিন বৈঠকের সময়।

দশম জাতীয় সংসদের একবছর পূর্ণ হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরমধ্যে দশম সংসদকে অবৈধ দাবি করে সারাদেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে বিএনপি ও এর সহযোগী দলগুলো। এ আন্দোলন সংগ্রামের মধ্যেই শুরু হচ্ছে আরও একটি অধিবেশন।

বিএনপি-জামায়াত জোটের বর্জনের মধ্য দিয়ে গত বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর গঠিত দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৪ সালের ২৯ জানুয়ারি। গত ৩০ নভেম্বর শেষ হয় সংসদের চতুর্থ অধিবেশন।
 
সাংবিধানিক রীতি অনুযায়ী, বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিয়ে থাকেন। রাষ্ট্রপতির বক্তব্যে সরকারের সার্বিক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়। এছাড়া দেশ ও জাতির জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন রাষ্ট্রপতি। এ বক্তব্যের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনা হবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, অন্যান্য বছরের মতো এবারও বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হবে। গত বছর প্রথম অধিবেশনের মেয়াদ ছিলো ৩৬ কার্যদিবস।

 বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।