ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বৃষ্টিতে জেঁকে বসেছে শীত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
ময়মনসিংহে বৃষ্টিতে জেঁকে বসেছে শীত

ময়মনসিংহ: দিনভর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ময়মনসিংহে আবারো শীতের তীব্রতা শুরু হয়েছে। গত ক’দিন দিন-রাত গরম অনুভূত হলেও শনিবার সকাল থেকে রাত পর্যন্ত কয়েক দফা বৃষ্টি হয়।



বৃষ্টিতে শীত জেঁকে বসায় বেশ বিপাকে পড়েছেন দরিদ্র ও শ্রমজীবী মানুষ।

এ ঘটনার বিপরীত চিত্রও রয়েছে। শীতের মাঝে বর্ষাকালের ছোঁয়া পাওয়ায় শহরের গাঙ্গিনারপাড় মোড় এলাকায় বেশ কয়েকজন তরুণকে মনের উচ্ছ্বাসে বৃষ্টিতে ভিজতে দেখা যায়।

গুড়ি গুড়ি বৃষ্টিতে প্রভাব পড়েছে যান চলাচলেও। এ সুযোগে রিকশা ও অটোরিকশার চালকরা বাড়িয়ে দেন ভাড়াও। ইদ্রিস আলী নামের এক অটোরিকশা চালক বলেন, ‘শীতের মাঝে বৃষ্টি, এতে করে অনেকেই ঘরমুখী হয়ে পড়েছেন। শহরে প্যাসেঞ্জার কাম। এ কারণেই দু’এক টাকা ভাড়া বাড়ানো হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।