ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ইজতেমা উপলক্ষে রাজধানী জুড়ে বিশেষ নিরাপত্তা

মান্নান মারুফ, সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট ও ইমরান আলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
ইজতেমা উপলক্ষে রাজধানী জুড়ে বিশেষ নিরাপত্তা ছবি : জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আখেরি মোনাজাতে শরিক হতে বিভিন্ন প্রান্ত থেকে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা অভিমুখে লাখো মানুষের ঢলকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, বেশিরভাগ যানবাহন ইজতেমামুখী হওয়ায় রাজধানীর একদিকে যেমন তীব্র যানজট দেখা দিয়েছে, তেমনি বিভিন্ন বাসস্ট্যান্ডে অসংখ্য যাত্রীকে অপেক্ষা করতেও দেখা গেছে।

 

রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে এ পরিস্থিতি লক্ষ করা গেছে।

এদিকে, বিএনপি ও ২০ দলীয় জোটের অবরোধের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর কারণে যানজট ও ভিড়ের মাত্রা তীব্র আকার ধারণ করে।

রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা বিভিন্নভাবে ইজতেমায় যাচ্ছেন। র‌্যাডিসন ওয়াটার গার্ডেন ব্লু এলাকায় পুলিশ ইজতেমামুখী গণপরিবহনগুলোকে আটকে দিয়েছে। ফলে, যারা বাসে করে এসেছেন, তারা পায়ে হেঁটেই তুরাগ তীরে যাচ্ছেন। তবে ছোট ছোট যানবাহন যেমন প্রাইভেটকার, অটোরিকশা, মিনিট্রাককে যেতে দিচ্ছেন তারা।

বিশেষ নিরাপত্তা:
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষপর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজধানীতে পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

এ বিষয়ে গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নূরুল আলম বাংলানিউজকে জানান, অবরোধের মধ্যে নাশকতা এড়াতে বিশ্ব ইজতেমা উপলক্ষে গুলশান এলাকায় চারটি চেকপোস্ট বসানো হয়েছে।

এ ছাড়া নয়াপল্টন, ফকিরাপুল এলাকায় নিরাপত্তার জন্য পুলিশের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। বিশ্ব ইজতেমাকে ঘিরে নাশকতা মোকাবেলায় শনিবার দিনগত রাত থেকেই পুলিশ মোতায়েন করা হলেও রোববার সকালে পুলিশের সংখ্যা আরো বাড়ানো হয়েছে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, বিএনপি-জামায়াতের নাশকতা এড়ানোর জন্য সকাল থেকেই পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।