ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ছবি: প্রতীকী

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের হান্নান ফিলিং স্টেশনের কাছে ট্রাকের চাপায় উম্মে তামিমা (৩৬) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

হতাহতরা সিএনজি চালিত অটোরিকশার যাত্রী।

রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তামিমা চাঁদপুর সদর উপজেলার হামানকর্দি গ্রামের শাহ আলমের স্ত্রী। তিনি শাহরাস্তির সূচিপাড়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকালে অটোরিকশায় করে শাহরাস্তি যাচ্ছিলেন তামিমা। পথে মেহের হান্নান ফিলিং স্টেশনের কাছে পৌঁছুলে কুমিল্লা থেকে চাঁদপুরগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তামিমা। এসময় আহত হন অটোরিকশার আরো তিন যাত্রী। ঘটনার পরপরই কলেজের শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামুন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।