ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অগ্নিদগ্ধ পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
অগ্নিদগ্ধ পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: পুলিশের বাসে ছোঁড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন কনস্টেবল শামীমকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী।

  

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার পর রাজধানীর রমনা এলাকার মৎস্য ভবনের কাছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সামনের সড়কে পুলিশের একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন কনস্টেবল শামীম (২৫), আহত হন আরও চার পুলিশ সদস্য।

পুলিশ কনস্টেবল শামীমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আহত অপর চার পুলিশ সদস্য হলেন- বাসচালক কনস্টেবল মোর্শেদ (৫০), কনস্টেবল মোহাম্মদ লিখন (২৫), কনস্টেবল বদিয়ার (২৫) ও উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ (৪৫)।

তাদের মধ্যে মোর্শেদের মাথার চুল, হাত ও মুখমণ্ডলের একাংশ পুড়ে গেছে।   ওই চারজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

মোর্শেদ ও আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, পিজি ও  বারডেম হাসপাতালে দিনের বেলা দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নিয়ে রাজারবাগ পুলিশলাইনে যাওয়ার পথে দুর্বৃত্তরা এ পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে হুড়োহুড়ি করে নামতে গিয়েও আহত হন কয়েকজন পুলিশ সদস্য।

৫২ সিটের ওই বাসে ৩৫-৪০ জন পুলিশ সদস্য ছিলেন।

আহত পুলিশ সদস্যদের দেখতে তাৎক্ষণিকভাবে ঢামেক হাসপাতালে যান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।