ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনা নদী থেকে ২ যুবকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
মেঘনা নদী থেকে ২ যুবকের মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়।


 
এদের মধ্যে নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার ইমনের (২২) পরিচয় পাওয়া গেছে।

গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হেসেন জানান, দুপুরে ইসমানিরচর গ্রাম ও নারায়নগঞ্জ শিপ ইয়ার্ড সংলগ্ন মেঘনা নদীতে মৃতদেহ দু’টি ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

তিনি আরো জানান, কিভাবে ওই দুই যুবকের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে কিছুদিন আগে মেঘনা নদীতে নৌ দুর্ঘটনা ঘটেছিল। মৃতদেহ দু’টি ওই দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।