ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
ভোলায় হাজতির মৃত্যু

ভোলা: ভোলা জেলা কারাগারে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মনজুর হোসেন (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মনজুর ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

জেলা কারাগারের জেল সুপার বজলুর রহমান বাংলানিউজকে জানান, সকালে মনজুর অন্য হাজতিদের সঙ্গে বসে কথা বলছিলেন। এসময় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন। ব্রেন স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জেল সুপার আরো জানান, গত বছরের ১২ জুলাই একটি মাদক মামলায় মনজুরকে কারাগারে পাঠানো হয়েছিলো। তার হাজতি নাম্বার ১৭৬০।

এর আগে ১১ জুলাই একটি মাদক মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা নং-জিআর ১১/৭/১৪ ইং।
ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার বলেন, হাজতির মৃত্যু খবরটি আমরা চিঠির মাধ্যমে জেনেছি।

ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ময়নাতদন্ত শেষ হলে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জেলা কারাগারে একটি সুত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।