ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চকবাজারে ককটেল বিস্ফোরণে শিশুসহ আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
চকবাজারে ককটেল বিস্ফোরণে শিশুসহ আহত ২ ছবি: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর চকবাজারে আশিক মদিনা টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণে শিশুসহ দুইজন আহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রিকশাচালক শামসুল (৩৫) ও অজ্ঞাত পরিচয় শিশু (০৭)।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী পথচারী সুরুজ বাংলানিউজকে জানান, রিকশাচালক শামসুলের দুই পায়ে গুরুতর আঘাত লেগেছে। স্থানীয়দের সহায়তায় তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। আর আহত ওই শিশুকে তার বাবা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ এএসআই বিকাশ চন্দ্র বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।