ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে যুবকের চোখ উৎপাটন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
মহেশখালীতে যুবকের চোখ উৎপাটন

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোস্তফা কামাল পারভেজ (৩৫) নামে এক সন্ত্রাসীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চোখ উপড়ে ও পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালাগাজি পাড়ায় এ ঘটনা ঘটে।



আহত মোস্তফা কামাল পারভেজকে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৩টায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। মোস্তফা কামাল পারভেজ ওই এলাকার মৃত আবুল কালামের ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জালাল ও আইয়ুব নামে ২ সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। এ বিরোধের জের ধরে আইয়ুব বাহিনীর লোকজন মোস্তফা কামাল পারভেজের ওপর হামলা চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভেজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এসময় সেখান থেকে একটি দেশী তৈরি লম্বা বন্দুক উদ্ধার করা হয়।

পারভেজের বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে বলে জানান তিনি।

আহত পারভেজের মা এনতাজ বেগম বাংলানিউজকে জানান, তার ছেলে সকালে বাজারে যাচ্ছিলেন। এসময় আইয়ুব বাহিনীর লোকজন তাকে তুলে নিয়ে কুপিয়ে চোখ উপড়ে ও পায়ের রগ কেটে দেয়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।