ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে স্কুলছাত্র রকি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
শিবগঞ্জে স্কুলছাত্র রকি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবরোধকারীদের মারধরে আহত স্কুলছাত্র রাজন আলী রকির মৃত্যুর ঘটনার বিচার চেয়ে মানববন্ধন হয়েছে।

রোববার দুপুরে শিবগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এতে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি বেনজির আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, রকির বাবা রুহুল আমীন রুনু, বড় ভাই রুবেল উপস্থিত ছিলেন। একপর্যায়ে রকির বাবা ও ভাই কান্নায় ভেঙে পড়েন।

নিহত স্কুলছাত্র রকি পৌরসভার ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শেখটোলা গ্রামের রুহুল আমীনের ছেলে।

গত ১৫ জানুয়ারি স্কুল থেকে ফেরার পথে তাকে পিটিয়ে আহত করে অবরোধকারীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।