ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের বির‍ুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের বির‍ুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চাঁদপুর: চাঁদপুরে চুরি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এসানুল হক মিলনের বির‍ুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ) দুপুর ১২টার দিকে এ আদেশ জারি করা হয়।

 

২০১০ সালে চাঁদপুরের আমুজান এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ আওয়ামী লীগ কর্মী পালাশ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ মামলায় ২৭ জানুয়ারি আদালতে শুনানির দিন ধার্য ছিলো। আসামি আদালতে উপস্থিত না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মামলার নম্বর জিআর ১৪/২০১০।

অ্যাডভোকেট মইনুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।