ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ২

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ২

সাভার (ঢাকা): সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এসময় অন্তত দু’জন আহত হয়েছেন।



মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে সাভারের রাজফুলবাড়ীয়া নিমেরটেক এলাকার ব্যবসায়ী আব্দুল লতিফের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতরা এসময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে একদল সশস্ত্র ডাকাত ব্যবসায়ী লতিফের বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ৬০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।

বাধা দিতে গেলে গৃহকর্তাসহ পরিবারের দু’সদস্যকে পিটিয়ে আহত করে ডাকাতরা। পরে বাইরে থেকে তালা দিয়ে মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া বাংলানিউজকে জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।