ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু প্রতীকী

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা পশ্চিমপাড় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক শ্রমিক।



মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন-লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার সুজা (১৮) ও মালেক (৩২)।

আহত রজ্জব আলী (৩০) রংপুর জেলার আজিজুর রহমানের ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে ওই গ্রামের মঞ্জুর আলমের বাড়িতে ছয়/সাতজন শ্রমিক আর্সেনিক মুক্ত নলকূপ বসাচ্ছিলেন। এসময় মাটিতে লোহার পাইপ বসাতে গেলে তা পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সুজা ও মালেক নামে দুই শ্রমিক মারা যান। এসময় আহত হন রজ্জব আলী নামে অপর এক শ্রমিক।

নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।