ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতার বিরুদ্ধে খুলনায় সাংস্কৃতিক পরিষদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
নাশকতার বিরুদ্ধে খুলনায় সাংস্কৃতিক পরিষদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: দেশব্যাপী চলমান নাশকতার বিরুদ্ধে সোচ্চারের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মহানগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।



মানববন্ধনে সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন সাংস্কৃতিক উন্নয়ন পরিষদের সভাপতি শাহীন জামান, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাহারুল করিম, কবি ও মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ সিংহ, উন্নয়ন পরিষদের নেতা কবি এম হাসান, সাংবাদিক নিয়ামুল হোসেন কচি প্রমুখ।

বক্তারা বলেন, জনগণ আজ অসহায়। তারা পেট্রোল বোমায় পুড়ছে। চলন্ত বাস-ট্রেনে নাশকতা চালানো হচ্ছে, গাড়ি পুড়ছে, লঞ্চে আগুন দেওয়া হচ্ছে। গোটা দেশ ক্রমশ বার্ন ইউনিটে পরিণত হচ্ছে।

এ কাজের সঙ্গে যারা জড়িত তাদের শক্ত হাতে দমনের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।