ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে রাবি শিক্ষকদের মানববন্ধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে রাবি শিক্ষকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: হরাতল-অবরোধে দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, বোমাবাজি ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষকরা।

মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের উদ্যোগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, অবরোধের নামে জ্বালাও-পোড়াও আন্দোলন করে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চাইছেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধীরা যেমন জ্বালাও-পোড়াও করেছিল তা বর্তমানেও অব্যাহত রয়েছে।

বক্তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয় ক্লাস-পরীক্ষা, পঠন-পাঠনের জায়গা, হবে এটাই স্বাভাবিক। কিন্তু এই অবৈধ হরতাল ও অবরোধে সবকিছু ব্যাহত হচ্ছে। মানববন্ধন থেকে বক্তারা বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ক্লাস-পরীক্ষা চালু করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আহ্বান জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ড. মো. জাহিদুল হাসান, আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের সভাপতি আবুল কাশেম, বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র, অর্থনীতি, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহ্ আজম শান্তনু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।