ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতার বিরুদ্ধে খুলনায় সাংবাদিকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
নাশকতার বিরুদ্ধে খুলনায় সাংবাদিকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: দেশব্যাপী ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ-হরতালে নৈরাজ্য, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে এবং সহিংসতায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মনববন্ধন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।
 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুব আলম সোহাগের পরিচালনায় মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল।

সভায় বক্তব্য রাখেন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক সুবীর রায়, খুলনা চেম্বারের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, রাজনীতির নামে যারা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করছে, ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।

সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ স্বাধীনতার পক্ষের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:  ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।