ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বনানী কবরস্থানে প্রস্তুত কোকোর কবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
বনানী কবরস্থানে প্রস্তুত কোকোর কবর ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর দাফন হবে রাজধানীর বনানী কবরস্থানে। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে গোরখননের কাজ।

কবরস্থানের মূল ফটকে আসা শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা।

বনানী কবরস্থানের বি ব্লকের ১৮ নম্বর সারিতে অবস্থিত এই কবরের নম্বর ১,৮৩৮/১৪৭। কবর খনন করেন গোরখোদককারী আবদুর রহমান, জিতু মিয়া, জসিম, জালাল, সৈয়দ আলী, মজীদ মিয়া, কালাম ও শফিউল্লাহ।

বনানী কবরস্থানের তত্ত্বাবধায়ক আব্দুল আজিজ বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি উত্তর) প্রশাসকের নির্দেশে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক আরাফাত রহমান কোকোর কবরের জায়গাটি দেখিয়ে দিলে আমরা এখানে কবর খোঁড়ার কাজ শুরু করি।

শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করে কোকোর মরদেহ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে বিকেলে তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে।

এর আগে পরিবারের পক্ষ থেকে কোকোর মরদেহ বনানীর সামরিক কবরস্থানে দাফনের অনুমতি চাওয়া হয়। তবে সেনা সদর দফতর থেকে অনুমতি না মেলায় সিদ্ধান্ত হয় সাধারণ কবরস্থানেই তাকে দাফনের। সে অনুযায়ী বনানী কবরস্থানে কেনা হয় জমি।

এ ব্যাপারে সোমবার রাতে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানিয়েছিলেন, একজন সেনা কর্মকর্তার সন্তান হিসেবে সামরিক কবরস্থানে দাফন আরাফাত রহমান কোকোর প্রাপ্য। সে লক্ষ্যে লিখিতভাবে সেখানে দাফনের অনুমতি চাওয়া হয়েছে।

** বনানী কবরস্থানে খোঁড়া হচ্ছে কোকোর কবর
** বনানী সামরিকে অনুমতি মেলেনি, সাধারণ কবরস্থানে দাফন কোকোর
** ‘এ মৃত্যু নিয়ে আর রাজনীতি নয়’
** আশুলিয়ায় কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।