ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ডাকাতের কবলে ভারতগামী যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
ফরিদপুরে ডাকাতের কবলে ভারতগামী যাত্রীরা

বেনাপোল (যশোর): ঢাকা থেকে কলতাকাতাগামী পাসপোর্টধারী যাত্রীদের নিয়ে ডাকাতের কবলে পড়েছে সোহাগ পরিবহনের একটি বাস।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৪টায় ফরিদপুরের কানাইপুর এলাকায় এ ডাকাতি সংঘটিত হয়।


 
এ সময় যাত্রীদের নিয়ে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসা ওই বাসে যাত্রীর ছদ্দবেশে থাকা ডাকাতরা অস্ত্রের মুখে অন্যান্য যাত্রীদের নগদ টাকা, মার্কিন ডলার ও স্বর্ণ‍ালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে।

ডাকাতির শিকার যাত্রী গাজীপুরের আব্দুল মজিদ ছেলে আব্দুল হান্নান ও রশিদের ছেলে জামান বাংলানিউজকে জানান, যাত্রীর ছদ্দবেশে ডাকাতদল আগে থেকেই গাড়িতে ছিল। ভোর ৪টার বাসটি ফরিদপুরের কানাইপুর আসলে অস্ত্রের মুখে তাদের জিম্মি করা হয়। পরে যাত্রীদের টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

ওই বাসের সুপারভাইজার আমীর হোসেন ডাকাতির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, সকালে যাত্রীদের বেনাপোল স্থলবন্দর এলাকায় নামিয়ে দেওয়া হয়েছে। এছাড়া থানায় অভিযোগ করা হয়েছে।

তবে ছিনতাইয়ের শিকার একাধিক যাত্রীর অভিযোগ, প্রায়ই এই সড়কে এভাবে ডাকাতি সংঘটিত হয়। এসব ঘটনায় স্থানীয় পুলিশ, গাড়ির চালক ও সুপারভাইজাররা জড়িত থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।