ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবকের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবকের কারাদণ্ড ছবি: প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সাংবাদিককে হুমকিদাতা আবু হানিফ (২০) নামে এক যুবককে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ দণ্ড দেন।



দণ্ডপ্রাপ্ত আবু হানিফ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকার নাসির উদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, আবু হানিফ এলাকায় ছাত্রলীগকর্মী পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে বলে পুলিশের কাছে তথ্য ছিল।

এছাড়া তিনি কয়েকদিন আগে একটি জাতীয় দৈনিকের সাংবাদিককে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

তিনি আরও জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আবু হানিফকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্ত আবু হানিফকে নারায়ণগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।