ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

৭০ রোহিঙ্গার ভোটার আইডি কার্ড বাতিলের উদ্যোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
৭০ রোহিঙ্গার ভোটার আইডি কার্ড বাতিলের উদ্যোগ ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারে নানা কৌশলে ও কতিপয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের যোগসাজশে ভোটার তালিকায় অন্তর্ভ‍ুক্ত ৭০ রোহিঙ্গার ভোটার আইডি কার্ড বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

হ্নীলা এলাকায় বসবাসকারী ওই ৭০ জনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে রোহিঙ্গা প্রতিরোধ কমিটি নামে এক সংগঠন।



এ লক্ষ্যে গত ১৪ জানুয়ারি কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করা হয় প্রতিরোধ কমিটির পক্ষ থেকে।  

এর আগে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর একই সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬৩ রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাতিল করা হয়।

রোহিঙ্গা প্রতিরোধ কমিটিরি টেকনাফ উপজেলা সভাপতি মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন এলাকায় বাস করছে এসব রোহিঙ্গারা।
 
এ বিষয়ে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বাংলানিউজ বলেন, অভিযুক্তদের তালিকা হালনাগাদ করে বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। কমিটির তদন্ত শেষে আইডি কার্ড বাতিল করা হবে ।

কতিপয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ব্যক্তি স্বার্থের কারণেই রোহিঙ্গারা তথ্য গোপন করে ভোটার হওয়ার সুযোগ পাচ্ছেন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।