ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে পোস্ট অফিসে মিললো সাড়ে ৪ কেজি স্বর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
শাহজালালে পোস্ট অফিসে মিললো সাড়ে ৪ কেজি স্বর্ণ ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পোস্ট অফিসের মালামাল কার্গো থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা।

 

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ স্বর্ণ উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব এ খুদা বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক পোস্ট অফিসের মালামাল রাখার স্থানে মেসার্স নূর ইলেকট্রনিক্সের নামে পাঠানো রেডিয়েটরের ভেতরে সুকৌশলে রাখা ছিল ৪০টি স্বর্ণের বার। গোপনে সংবাদ পেয়ে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় কালো কাপড় দিয়ে মোড়ানো ৪০টি বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৫০০ গ্রাম।

মাহবুব এ খুদা জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক দাম প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১২০২ ঘণ্টা, জানুয়ারি ১১৫৮ ঘণ্টা, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।