ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় গুলিসহ ৪ অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
সাতক্ষীরায় গুলিসহ ৪ অস্ত্র ব্যবসায়ী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরায় সাত রাউন্ড গুলিসহ চার অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাতক্ষীরা শহরের মেহেদী বাগ এলাকা থেকে এদের আটক করা হয়।



এরা হলেন-যশোরের নওয়াপাড়ার আব্দুল কাদেরের ছেলে সোহাইন ইসলাম সোহেল, সাতক্ষীরার তালা উপজেলার দোহা গ্রামের বাছের আলীর ছেলে আব্দুর রশিদ, খুলনার পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের মন্টু সরদারের ছেলে মাসুদ রানা ও খুলনার কয়রা উপজেলার হরিহরনগরের শাহজাহান গাজীর ছেলে মহিবউল্লাহ।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শহরের মেহেদীবাগ মসজিদের পেছনে অস্ত্র বেচাকেনা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পিস্তলের দু’টি ও বন্দুকের পাঁচটি গুলিসহ তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।